১৫ স্যুটকেসসহ পরিবার নিয়ে বার্সেলোনায় মেসি
সাদাকালো নিউজ
গত ডিসেম্বর থেকেই পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে লিওনেল মেসির আলোচনা চলছে। তবে বর্তমান চুক্তির মেয়াদের আর মাত্র মাস দুয়েক বাকি থাকলেও নবায়ন নিয়ে এখনও কোনো পাকা খবর আসেনি। ইতোমধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ গন্তব্য হিসেবেও বিভিন্ন ক্লাবের নাম শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনাও।
গত মাসে শোনা গিয়েছিল, সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার বিষয়টিকে মেসি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন। এমনকি মেসির এক সময়কার ক্লাব সতীর্থ এবং বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেজও নাকি ৩৫ বছর বয়সী আর্জেন্টাইনকে ফিরে পেতে উন্মুখ। মাঝে বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তেও ৭ বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলারকে ন্যু ক্যাম্পে ফেরানোর চেষ্টার ব্যাপারে মুখ খুলেছিলেন।
এরই মধ্যে হঠাৎ করে মেসির বার্সায় ফেরা নিয়ে চলা গুঞ্জনে নতুন করে ডালপালা মেলেছে। পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচের পর শনিবার হঠাৎ করেই গোপনেই মেসি বার্সেলোনায় পা রেখেছেন বলে জানিয়েছেন সাংবাদিক জেরার্ড রোমেরো। মেসির সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এবং তিন সন্তানও।
মেসির বার্সেলোনায় ফেরা এমনিতে কোনো বড় বিষয় না। বছর দুয়েক আগে কাতালান ক্লাবটি ছাড়ার পরেও বেশ কয়েকবার বার্সেলোনায় এসেছেন এ আর্জেন্টাইন ফুটবলার। কিন্তু এবার কাতালুনিয়ার শহরটিতে মেসির আসার ধরনটিই তার বার্সায় প্রত্যাবর্তনের গুঞ্জনকে উসকে দিচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২২ এপ্রিল) খুব গোপনেই স্পেনের এল প্রাট বিমানবন্দরে ১৫টি স্যুটকেস নিয়ে সপরিবারে পা রাখেন মেসি। সেই সঙ্গে ছিলেন দীর্ঘদিনের দেহরক্ষী এবং উপদেষ্টা পেপে কস্তা। পরে খুব গোপনেই পরিবারকে সঙ্গে নিয়ে পেছনের দরজা দিয়ে বিমানবন্দর ছাড়েন মেসি। কিন্তু সেটি শুধুমাত্র ভক্তদের চোখ এড়াতে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিই এখন রহস্য।
এদিকে, আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর মতে, সপরিবারে মেসির বার্সেলোনায় আসার সঙ্গে কাতালান ক্লাবটিতে তার ফেরার কোনো সম্পর্ক নেই। কাকতালীয়ভাবে মেসির সফরের দিনটি বার্সেলোনার একটি বিশেষ তারিখের সঙ্গে মিলে গেছে। এদিন শহরটিতে সেন্ট জর্ডি উৎসবে পালিত হয়।
মাত্র ১৩ বছর বয়সে ক্লাবের অ্যাকাডেমি লা ম্যাসিয়ায় যোগ দেওয়ার মাধ্যমে বার্সেলোনায় পা রেখেছিলেন লিওনেল মেসি। এরপর থেকে দিন যত এগিয়েছে, ততই কাতালান ক্লাবটির সমার্থক হয়ে উঠেছিলেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিওনেল মেসির গায়ে বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সি দেখতে হবে- এক সময় এমনটা দূরতম কল্পনায়ও আনেননি ফুটবলপ্রেমীরা।
কিন্তু ফুটবল বিশ্বের চোখ কপালে তুলে দিয়ে বছর দেড়েক আগে বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। লা লিগার আর্থিক কাঠামোগত প্রতিবন্ধকতায় বার্সেলোনা থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অশ্রুসজল বিদায় আবেগে ভাসিয়েছিল কাতালান ক্লাবটির সমর্থক থেকে শুরু করে সবাইকেই। ন্যু ক্যাম্প ছাড়ার আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দলের জার্সিতে ৭৭৮ ম্যাচ খেলে রেকর্ড সর্বোচ্চ ৬৭২ গোল করেন মেসি, সেই সঙ্গে ক্লাবের হয়ে জেতেন ৩৫টি শিরোপা।
২১ বছরের বন্ধন ছিন্ন করে বার্সেলোনা ছাড়ার পর ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। প্যারিসিয়ানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। ফরাসি ক্লাবটির হয়ে প্রথম মৌসুমটি হতাশাজনক গেলেও চলমান মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে ৩১ গোল করেছেন মেসি।
গত ডিসেম্বর পর্যন্ত পিএসজির সঙ্গে মেসির চুক্তি নবায়নটিকে শুধু সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই বিষয়টি আর আলোর মুখ দেখেনি। বেশ কয়েকবার একসঙ্গে বসেও কোনোবারই ঐক্যমতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তারই পরিপ্রেক্ষিতে পরের মৌসুমে মেসিকে পিএসজির জার্সিতে দেখা যাবে নাকি তিনি অন্য কোনো গন্তব্যে পা রাখবেন, তা নিয়ে কানাঘুষা চলছে।