আলিয়ার নতুন বাড়ির দাম নিয়ে ভক্তদের আগ্রহ
সাদাকালো নিউজ
কর্মজীবনের অন্যতম সেরা সময়ে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি হাত পাকিয়েছেন প্রযোজনাতেও। তার প্রযোজিত ‘ডার্লিংস’ সিনেমা প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের। বলিউডের গণ্ডি ছাড়িয়ে এবার হলিউডেও পা রাখতে চলেছেন তিনি। তার অভিনীত প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’ চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে।
শুধু কর্মজীবন নয়, ব্যক্তিগত জীবনেও সমান সুখী আলিয়া। সদ্য স্বামী রণবীর কাপুরের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন অভিনেত্রী। মেয়ে রাহাকে নিয়ে এখন ভরা সংসার তাদের। জীবনের অন্যতম সেরা মুহূর্তে বোনের জন্যে দামি উপহার কিনলেন আলিয়া।
সম্প্রতি মুম্বাইয়ের পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া। খবর, ওই অ্যাপার্টমেন্ট কিনতে খরচ হয়েছে প্রায় ৩৭ কোটি ৮০ লাখ রুপি। প্রায় ৩৮ কোটির ওই অ্যাপার্টমেন্টের দাম মেটানো হয়েছে আলিয়া ও তার বোন শাহীনের প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশন’-এর পক্ষ থেকে। প্রায় আড়াই হাজার বর্গফুটের ওই অ্যাপার্টমেন্টের জন্য দুই কোটি রুপির বেশি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন অভিনেত্রী।
সেই সঙ্গে প্রায় ৮ কোটি রুপি মূল্যের আরও দুটি বাড়ি কিনেছেন আলিয়া। ওই দুটি বাড়ি বোন শাহীন ভাটকে উপহার দিয়েছেন আলিয়া। ওই দুটি বাড়ির স্ট্যাম্প ডিউটি দিতে আলিয়ার খরচ হয়েছে প্রায় ৩১ লাখ রুপি। দুই বাড়ির একটি প্রায় ১২০০ বর্গফুটের, অন্যটি প্রায় ৯০০ বর্গফুটের। যদিও সাম্প্রতিক কালের এত দামি কেনাকেটা নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী বা তার বোন কেউই।
সোমবার রাতেই মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আলিয়াকে। একেবারে সাদামাটা পোশাক ও রূপটান ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবিও তোলেন তিনি। খবর, হলিউ়ডে মেট গালায় অংশ নিতেই রওনা হলেন অভিনেত্রী।
মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হতে চলেছে মেট গালা। ওই অনুষ্ঠানে পোশাকশিল্পী প্রবাল গুরুঙের তৈরি করা পোশাকে দেখা যাবে আলিয়াকে।