ব্যাংক চলছে ঈদের আমেজে
সাদাকালো নিউজ
ঈদের টানা পাঁচদিন ছুটি শেষে খুলেছে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। তবে মতিঝিল ব্যাংকপাড়ায় এখনো বিরাজ করছে ঈদের আমেজ। চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা নেই। প্রথম কর্মদিবসে কমকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। যারা এসেছেন তাদের কাজের চাপ কম থাকায় গল্প আর ঈদের কুশল বিনিময় করে ব্যস্ত সময় পার করছেন।
সোমবার (২৪ এপ্রিল) রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল, দিলকুশা ঘুরে দেখা যায় এমন চিত্র। ব্যাংকগুলোতে কাজের চাপ কম থাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন অনেকে। বাংলাদেশ ব্যাংকেরও একই চিত্র।
মতিঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার মো. রেজাউল কারিম বলেন, ঈদের আগে পোশাক শিল্প, কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করে দেয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের অনেক লেনদেনও ঈদের আগে হয়ে থাকে। ফলে স্বাভাবিক কারণে ঈদের পর প্রথম কার্যদিবস গ্রাহক উপস্থিতি কম থাকে। আজকেও একই চিত্র। ফলে অনেকটা ঢিলেঢালাভাবে লেনদেন চলছে।
কর্মী উপস্থিতি কেমন জানতে চাইলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এ কর্মকর্তা জানান, কিছু কর্মী ঈদে অতিরিক্ত ছুটি নিয়েছে। বাকিরা সবাই আজকে উপস্থিত হয়েছে। সব মিলিয়ে ব্যাংকে কর্মী উপস্থিতি ৯০ শতাংশের বেশি হবে। যারা ব্যাংকে আসছে আমরা তাদের সেবা দিচ্ছি। এ সপ্তাহ এমনই যাবে। আগামী রোববার নাগাদ ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
এর আগে গত শনিবার (২২ এপ্রিল) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষ্যে ২১, ২২ ও ২৩ এপ্রিল (শুক্রবার, শনিবার ও রোববার) পূর্ব নির্ধারিত সরকারি সাধারণ ছুটি ছিল। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি ছিল। মাঝে ২০ তারিখ ছিল কর্মদিবস। সেই দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। ফলে এবার ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।
ঈদ পরে ব্যাংকের লেনদেন ও অফিস সময় রোজার আগের নিয়মে শুরু হয়েছে। আজ থেকে অফিস হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং লেনদেন হবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
সাধারণত রমজান মাসে রোজা রাখার সুবিধার্থে ব্যাংক লেনদেন ও খোলা রাখার সময়সূচি পরিবর্তন করা হয়। এবারও রোজার মধ্যে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হয়েছে। আর ওই সময় অফিস চলেছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।