বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল
সাদাকালো নিউজ
আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালিত হয়ে আসছে। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে বিশ্বকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য।
বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে গুগল বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। এবারের বিশ্ব ধরিত্রী দিবসেও তার ব্যতিক্রম হয়নি। দিনটির বিশেষ গুগলের ডুডল নজরে পড়েছে সবার।
যা বিশেষ বার্তা দিচ্ছে সবাইকে। ‘আর্থ ডে’ বা ধরিত্রী দিবস উপলক্ষে প্রতি বছরই বিশেষ ডুডল ভিডিও প্রকাশ করে চমক দেয় সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল। এবারের ধরিত্রী দিবস উপলক্ষে গুগল প্রকাশ করেছে একটি ডুডল। গুগল ক্রোম ওপেন করলেই দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণী গাছের যত্ন করছে।
চলতি বছর বিশ্ব পৃথিবী দিবস বা ধরিত্রী দিবসের থিম হলো ‘ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট’। ডুডলে আমাদের চারপাশের প্রাণীদের ব্যবহার করে দেখানো হয়েছে কীভাবে একজন ব্যক্তি এবং সবাই মিলে আমাদের পৃথিবীকে বাঁচাতে একসঙ্গে কাজ করতে পারে।
অন্যদিকে ধরিত্রী দিবসের ২০ বছর পূর্তিতে ১৯৯০ সালে আরেকটি বড় আন্দোলন শুরু হয়। ওই বছর বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ ধরিত্রী দিবস পালন করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিনেটর নেলসনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন।