১৫ বার চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার শীর্ষে আর্জেন্টিনা
সাদাকালো নিউজ ডেস্ক
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে পরাস্ত করে ২৮ বছর পর চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। দেশের হয়ে প্রথম মেজর খেতাব জিতলেন লিওনেল মেসি। একইসঙ্গে কোপা আমেরিকার ইতিহাসে সফলতম দলের স্বীকৃতিও চলে গেল আর্জেন্টিনার দখলে।
এতদিন কোপা আমেরিকায় সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছিল উরুগুয়ের দখলে। যদিও তারা ২০১১ সালের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি। আর্জেন্টিনা ২৮ বছর পর কোপা আমেরিকা জিতে সেই নজিরে থাবা বসাল। আর্জেন্টিনাও এই নিয়ে ১৫ বার চ্যাম্পিয়ন হল। কিন্তু আর্জেন্টিনা যেখানে রানার-আপ হয়েছে ১৪ বার, সেখানে উরুগুয়ে রানার-আপ হয়েছে ৬ বার।