বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করলেন বিএসএফের মহাপরিচালক
সাদাকালো নিউজ
পঞ্চগড় জেলার বাংলাবান্ধা জিরোপয়েন্ট ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাউসেন পরিদর্শন করেছেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে তার নেতৃত্বে বিএসএফের একটি দল ভারতীয় ফুলবাড়ি সীমান্ত দিয়ে জিরো পয়েন্টে প্রবেশ করেন। এ সময় ফুল দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম তাদের শুভেচ্ছা জানান।
এদিকে বিএসএফ মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজিবির রংপুর রিজিয়নের পক্ষে স্মারক প্রদান করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে বিএসএফ মহাপরিচালকের এই সফর। এ ছাড়া সীমান্তের অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়েছে।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান, সহকারী পরিচালক হাছানুর রহমানসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।