স্ট্যাম্পের দাম বাড়াবে যুক্তরাষ্ট্র
সাদাকালো নিউজ
প্রথম শ্রেণির মেইল স্ট্যাম্পের মূল্য ৬৩ থেকে বাড়িয়ে ৬৬ সেন্টের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস (ইউএসপিএস)। গত সোমবার নতুন এ দাম অনুমোদন করেছে প্রতিষ্ঠানটি। নতুন দাম বৃদ্ধির বিষয়ে ইউএসপিএস বলছে, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্ট্যাম্পের দাম বাড়ানো হয়েছে। পোস্টাল রেগুলেটরি কমিশন কর্তৃক অনুমোদিত হলে, আগামী ৯ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর হবে।
এদিকে, ২০১৯ সালে প্রথম শ্রেণির মেইল স্ট্যাম্পের দাম ৩২ শতাংশ বাড়িয়ে ৫০ সেন্ট থেকে ৫৫ সেন্ট করা হয়েছিল।
প্রথম-শ্রেণির মেইল বেশিরভাগ লোকেরা চিঠি পাঠাতে এবং বিল পরিশোধের জন্য ব্যবহার করে। এতে সর্বোচ্চ রাজস্ব যোগ করে প্রথম শ্রেণির মেইল স্ট্যাম্পে ব্যবহারকারীরা। ২০২২ সালের মোট ইউএসপিএস মোট আয় করে ৭ হাজার ৮৮০ কোটি ডলার। যার ৩১ শতাংশ বা ২ হাজার ৪২০ কোটি ডলার এসেছে প্রথম শ্রেণির মেইল স্ট্যাম্প থেকে।
ইউএসপিএস জানিয়েছে, ২০২২ সালের শেষ তিন মাসের পর ফেব্রুয়ারিতে রাজস্ব ছিল ২ হাজার ১৫০ কোটি ডলার। তবে এ বছরের প্রথম প্রান্তিকে যেখানে আয় ১৭০ কোটি ডলার হওয়ার ধারণা করা হয়েছিল তা কমে হবে ১০০ কোটি ডলার হয়েছে।