কে এই অপু ভাই? মাদ্রাসা ছাত্র থেকে ভাইরাল টিকটকার!
সাদাকালো নিউজ ডেস্ক
বাংলাদেশে প্রথমদিকে গুটিকয়েক যে কয়েকজন তরুণ-তরুণী লাইকি ও টিকটকে ভিডিও বানানো শুরু করেন তাদের মধ্যে একজন ‘টিকটক অপু’ বা ‘অপু ভাই’। শুনতে বেশ অবাকই লাগে মানুষের নামের সাথে আবার ভাই যোগ হয় কিভাবে! আসলে বাস্তবতা হচ্ছে তিনি তার ভিডিওগুলোর মাধ্যমে জনপ্রিয় হন ‘টিকটক অপু’ বা ‘অপু ভাই’নামে ।