যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি কমেছে
সাদাকালো নিউজ
চলতি বছরের মার্চে ইউরোজোনে মূল্যস্ফীতির হার কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতিও ফেব্রুয়ারিতে নিম্নমুখী রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের স্ট্যাটিস্টিকস এজেন্সি জানায়, ইউরোজোনে বার্ষিক ভোক্তা ইনডেক্স প্রাইস বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ; যা ফেব্রুয়ারিতে ছিল ৮ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতির বার্ষিক হিসাব ও রেকর্ড অনুযায়ী এটি সর্বনিম্ন। এমনকি বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও কম।
আটলান্টিক মহাসাগরের দুই প্রান্তের কেন্দ্রীয় ব্যাংকগুলো কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় সাবধানতার সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুদের হার বৃদ্ধির ভারসাম্য বজায় রাখতে পেরেছে দেশগুলো। তারা ব্যাংক খাতের ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি ও ঝুঁকির বিরুদ্ধে লড়াই করে সফলতা পেয়েছে।
কিন্তু খাদ্য ও জ্বালানি বাদ দিয়ে ইউরোজোনের কোর মূল্যস্ফীতি মার্চে ৫ দশমিক ৭ শতাংশ হয়েছে, যা এক মাস আগে ছিল ৫ দশমিক ৬ শতাংশ।
এদিকে যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্ট অব কমার্স ডেটা সংস্থা জানায়, ফেডারেল রিজার্ভের অনুমান অনুযায়ী মূল্যস্ফীতি হার ফেব্রুয়ারিতে কমেছে। দ্য অ্যানুয়াল পারসোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার প্রাইস ইনডেক্স (পিসিই) ফেব্রুয়ারিতে কমে দাঁড়িয়েছে ৫ শতাংশে, যা এক মাস আগে ছিল ৫ দশমিক ৩ শতাংশ। পিসিই বেড়ে গেলে খাদ্য, জ্বালানি এবং পণ্যের দামে প্রভাব পড়ে। কিন্তু কোর পিসিই প্রাইস ইনডেক্স ফেব্রুয়ারিতে কিছুটা কমে দাঁড়ায় ৪ দশমিক ৬ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ৪ দশমিক ৭ শতাংশ।