আইপিএলে স্মিথের ভূমিকা নিয়ে ধোঁয়াশা
সাদাকালো নিউজ
আইপিএলের ২০২১ আসরে শেষবার খেলেছিলেন স্টিভ স্মিথ। পরের বছর নিলামে পাননি দল। গত ডিসেম্বরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তির আসরের ‘মিনি নিলাম’-এ নামই নিবন্ধন করেননি স্মিথ। গতকাল টুইটারে ২০২৩ আসরে দিয়েছেন ফেরার ঘোষণা। তাতেই তৈরি হয়েছে ধোঁয়াশা- আইপিএলে কোন ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে। ‘এক্সসেপশনাল’ এবং ‘প্যাশনেট’ দলের বলতেই কী বুঝিয়েছেন স্মিথ!
টুইটারে এক ভিডিওবার্তায় স্মিথ বলেছেন, ‘নমস্তে ভারত। আপনাদের জন্য দারুণ খবর আছে। ২০২৩ আইপিএলে যোগ দিচ্ছি। ভারতের একটি দুর্দান্ত ও উদ্যমী দলের সঙ্গে যোগ দিচ্ছি।’
কদিন আগে অস্ট্রেলিয়ার নেতৃত্বে এসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছেন স্মিথ, প্যাট কামিন্সের অনুপস্থিতিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতেও তুলেছেন জয়। দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটারকে নিয়ে এরপর থেকেই গুঞ্জন। দুটো কারণে স্মিথের আইপিএলে ফেরা নিয়ে ধোঁয়াশা- দলে ফিরলে পুরো আসরে কি খেলতে পারবেন স্মিথ। কেননা জুন মাসে অ্যাশেজের লড়াই। অন্যটি ফিরলে কোন দলের হয়ে খেলবেন? তবে একটা জায়গায় ফাঁকা আছে, স্মিথ ফিরতে পারেন ধারাভাষ্যকার হিসেবে। তবে সেটি নিয়ে আপাতত ধোঁয়াশাই থাকছে।