শেষ ইচ্ছার কথা জানালেন মৌসুমী!
সাদাকালো নিউজ
অভিনয়ের ৩০ বছর পূর্ণ করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এই সময়ে এসে বেশ কয়েকটি ইচ্ছার কথা জানিয়েছেন এই নায়িকা। সেই তালিকায় আছে, শেষ নিঃশ্বাস ছাড়ার পর তার দেহ যেন কাউকে দেখতে দেয়া না হয়। এমনকি দর্শকদের কাছে থাকা ছবি ডিলিট করাসহ আরও বেশ কয়েকটি বিষয়।
দেশের একটি বেসরকারি টেলিভিশনের ‘১৩টি প্রশ্ন’ শিরোনামের আয়োজনে এমন ইচ্ছার কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা। সেখানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন রাখেন, ক্যামেরার সামনে শেষ কথা হলে সেটা কী বলতে চান?
এমন প্রশ্নে মৌসুমী বলেন, ‘প্রথমত আমি বলব আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি দুনিয়া ছাড়ার পর আমার দেহ যেন কাউকে দেখতে দেয়া না হয়। যেন খুব সিক্রেটলি শায়িত করা হয়।’
দুনিয়া ছাড়ার আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেন, ‘শেষ নিঃশ্বাস ছাড়ার আগে বড় হজ করতে চাই। সেটা যেন করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।’
মৌসুমী আরও বলেন, আমি চলে যাবার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়ে গেছে সেগুলো সরিয়ে দেবেন। তবে ছবি যদি সংগ্রহ করতেই হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদা ভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোন কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে তবে সে উদ্দেশ্যই ছবি গুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবি গুলো জমা দেয়া হবে, এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’
শেষদিকে এই চিত্রনায়িকা আরও বলেন, ‘এছাড়া আমার কিছু উদ্দেশ্য রয়েছে। সাংগঠনিকভাবে মৌসুমী ওয়েলফেয়ারের মাধ্যমে সেসব কাজ করার উদ্দেশ্য রয়েছে। ভক্তদের অনুরোধ করবো এটাকে সব সময় সচল রাখার জন্য।’
১৯৭৩ সালের তেশরা নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায়ও নাম লিখিয়েছেন মৌসুমী। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন মেহের নিগার। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন।