বাসার লিডার এখন শেহজাদ খান বীর!
সাদাকালো নিউজ
ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী। গোপনে বিয়ে করে জন্ম দিয়েছেন এক ফুটফুটে ছেলে। নাম তার শেহজাদ খান বীর। বয়স এখন আড়াই বছর। তাকে নিয়ে শাকিব-বুবলীর অনুরাগীদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ছড়িয়ে পরে নেট দুনিয়ায়।
প্রায় সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেন বুবলী। সেই ধারাবাহিকতায় স্বাধীনতা দিবসেও মা-ছেলেকে লাল-সবুজ পোশাকে দেখা গেছে। ছবির পোস্টের ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাসার লিডার যখন ভাষণ দিয়ে সবাইকে বসিয়ে রাখে।’ একিসঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘মহান স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সম্মান ও ভালোবাসা।’
বরাবরের মতোই বুবলীর সেই পোস্টটি নেটিজেনদের নজর কেড়েছে। ইতোমধ্যে পোস্টটিতে ৯৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। মন্তব্য এসেছে সাড়ে চারহাজারেরও বেশি। বেশির ভাগ নেটিজেন ইতিবাচক মন্তব্য করেছেন। একজন লেখেন, ছোট্ট শেহজাদ, বাবার মতো সুপারস্টার! আবার অনেকে লেখেন, সুইট, কিউট, মাশাআল্লাহ।
অনেকদিন ধরে বিনোদন ইন্ডাস্ট্রির আলোচনার বিষয় শাকিব-বুবলী। অভিনেত্রীর প্রথমে বেবি বাম্পের ছবি পোস্টের পর থেকেই তাদের নিয়ে আলোচনার সূত্রপাত। এরপর সেটা টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়। যা এখনো চলমান।
২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের বাবা-মা হন তারা। তবে শাকিব-বুবলীর সম্পর্ক এখনও টিকে আছে কি-না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
এর আগে ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব-অপু। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তানকে নিয়ে হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত, এই সন্তান তাদের। পরবর্তীতে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় দুই তারকার।
এদিকে আসছে ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব-বুবলী জুটির সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি।
ছবিটির প্রয়োজক সৈয়দ আশিক রহমান বলেন, দর্শকদের একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি আসছে ঈদুল ফিতরে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। দর্শকদের জন্য এটি ঈদ উপহার।
পরিচালক তপু খান বলেন, ছবিটি যথাযথভাবে নির্মাণ করতে পেরে আমি সন্তুষ্ট। শাকিব খান এবং বুবলীসহ সবাই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। দর্শকরা ঈদে একটি অসাধারণ চলচ্চিত্র পেতে যাচ্ছে।