ঘরের মাঠে এবাদত ঝড়
সাদাকালো নিউজ
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে বল হাতে আগুন ঝরাচ্ছেন টাইগার পেসাররা। যেখানে সবশেষ সংযোজন এবাদত ঝড়। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ২১ ওভারে ছয় উইকেটে ৭৯ রান।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পল স্টার্লিং ও স্টিফেন দোহেনি। শুরু থেকেই দেখে খেলতে থাকে দুজন।
ইনিংসের পঞ্চম ওভারে এসে সাফল্য পায় বাংলাদেশ। এ সময় হাসান মাহমুদের বলে সাজঘরে ফেরেন ৮ রান করা দোহেনি। ব্যক্তিগত পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন এ পেসার। স্টার্লিং ৭ রান করলেও খাতা খুলতে পারেননি হ্যারি টেক্টর।
পাওয়ার প্লে-র শেষ ওভারে আনন্দে মাতেন তাসকিন আহমেদ। আইরিশ অধিনায়ক বালবির্নিকে ৬ রানে আউট করেন তিনি। মাত্র ২৬ রানে চার উইকেট হারানো আয়ারল্যান্ডের হাল ধরেন কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকার।
ক্যাম্ফার ও টাকারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল আইরিশরা। তবে এমন সময়ের দৃশ্যপটে এবাদত হোসেনের আগমন। ২৮ রানে টাকারকে ফিরিয়ে প্রথমে ৪২ রানের জুটি ভাঙেন তিনি। পরের বলেই জর্জ ডকরেলকে ফেরান এ পেসার।