গুলশান থানায় শাকিব খান!
সাদাকালো নিউজ
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নাায়ক শাকিব খান। এছাড়া প্রেম আলোচনাতেও তিনি নাম্বার ওয়ান। তবে এই নায়ক বর্তমানে আলোচনায় আছেন তার বিরুদ্ধে ওঠা আপত্তিকর কর্মকাণ্ড নিয়ে। এমন অভিযোগ স্বয়ং তার নির্মাণাধীন সিনেমা ‘অপারেশন অগ্নিপথের’ প্রযোজক রহমত উল্যাহর।
ওই প্রযোজকের নামে এবার মানহানির মোকদ্দমা করতে গুলশান থানার দ্বারস্থ হয়েছিলেন শাকিব খান। তবে শাকিবকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। প্রায় তিন ঘণ্টা বসে থেকেও মোকদ্দমা করতে পারেননি খান সাহেব।
এ বিষয়ে গুলশান থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, শাকিব খানের আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় মোকদ্দমা গ্রহণ করা হয়নি। তাকে আবেদনপত্র সংশোধনের জন্য বলা হয়েছে।
এর আগে ১৮ই মার্চ রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান থানায় পৌঁছান শাকিব খান। সেখানে দীর্ঘক্ষণ বসে থাকার পর সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি। অভিনেতা বলেন, আমাকে থানা থেকে আদালতে গিয়ে মোকদ্দমাটি করার পরামর্শ দেয় হয়েছে।
তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শাকিব খান বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কিনা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন তিনি। যেহেতু ভুয়া অভিযোগ তাই আইনি পদক্ষেপ নিতে গুলশান থানায় আসি। থানার কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে তারা আমাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
শাকিব খান বলেন, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক ‘রহমত উল্ল্যাহ’ নন। এ ছবির আসল প্রযোজক ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেওে লিখিত আছে। বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। অনেক লোক এতে জড়িত।
রহমত উল্ল্যাহর পেছনে অনেকে কলকাঠি নাড়ছে বলেও দাবি করেন শাকিব খান। তিনি জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে ভুয়া প্রযোজকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেব। প্রযোজক নামধারী এই প্রতারক যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে কারণেই এই ব্যবস্থা নেবেন তিনি।
গেল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ। তাঁর অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককের সঙ্গে আপত্তিকর কর্মকাণ্ড করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন।
১৬ই মার্চ বিকেলে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য এক টেবিলে বসে দুই পক্ষ। শাকিব মীমাংসা চাইলেও অনড় অবস্থানে রয়েছেন সেই প্রযোজক। আশিকুর রহমানের পরিচালনায় ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা ছিলেন নবাগত সিবা আলী খান। সেসময় ছবিটির টিজার অন্তর্জালে বেশ ঝড় তোলে। ছবিটি ঘিরে ভক্ত-দর্শকের আলাদা উন্মাদনা থাকলেও পরে আর আলোর মুখ দেখেনি।