পরীমনির হাতে থাকা সিনেমাগুলোর কী হবে?
সাদাকালো নিউজ ডেস্ক
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি মাদককান্ডে জড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। কবে মুক্তি মিলবে জানেন না তিনি। পরীমনির জন্য বিপাকে পড়েছেন চলচিত্র প্রযোজক ও নির্মাতারাও।
গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি । কোনো কোনো সিনেমার শুটিংই এখনও শুরু হয়নি । আবার কোনোটির শুটিং শেষ হলেও বাকি আছে ছবির ডাবিং।
আলোচিত ‘প্রীতিলতা’ সিনেমার জন্য প্রায় দুই মাস আগে পরীমনির ২০ দিনের শিডিউল নেয়া ছিল। সেই হিসাবে ১৭ আগস্ট থেকে সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিং করার কথা ছিল। এই সিনামার জন্য চট্টগ্রামে বানানো হয়েছিল একটি শত বছর বয়সী ধাঁচের বাড়ি। শত বছর আগের পরিবেশ তৈরি করতে বানানো হয়েছিল কস্টিউম থেকে শুরু করে আরও কত কী! সবই এখন অনিশ্চিত।
ইফতেখার শুভর পরিচালনায় মোশাররফ করিম ও রোশানের সঙ্গে ‘মুখোশ’ সিনেমাটি মার্চে শেষ করেছেন পরীমনি। পরিচালক জানিয়েছেন, শুটিং শেষ হলেও কারও ডাবিং হয়নি। একটি গানও অসম্পূর্ণ। লকডাউনের কারণে সম্ভব হয়নি। ডিসেম্বরের দিকে ছবিটি মুক্তি দিতে চান তিনি । গানের শুটিংয়ে পরীমনিকে না পেলেও ডাবিংয়ে তার বিকল্প নেই। পরীমনির জন্য দুই মাস অপেক্ষা করতে রাজি এ ছবির সংশ্লিষ্টরা । তারপর পরীমনির জায়গায় বিকল্প চিন্তা করতে হবে তাদের।
সঞ্জয় সমাদ্দারের বায়োপিক ও চয়নিকা চৌধুরীর ‘অন্তরাল’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন পরীমনি। যার মধ্যে একটি সিনেমার জন্য সম্মানীও নিয়েছিলেন পরীমনি। আগামী মাসে একটি সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। এই সিনেমাগুলোতেও আসতে পারে চরিত্রের পরিবর্তন।
পরীমনি অভিনীত নদীর বুকে চাঁদ, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, বাহাদুরীসহ বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমাগুলোর শুটিং এবং ডাবিং শেষ করেছেন তিনি।