নতুন আফগানিস্তান কী পাকিস্তান চালাবে?
সাদাকালো নিউজ ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে তালেবানের বিজয় সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা বেশ আলোচিত হচ্ছে।
মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙ্গেছে’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের শেকল ভাঙা জরুরি। তিনি বলেন, দাসত্বের মানসিকতা নিয়ে কখনও বড় কিছু অর্জন করা যায় না।
বিবিসি উর্দূর সারাহ আতিক জানান, ইমরান খান পাকিস্তানে ইংরেজি শিক্ষার সমালোচনা করতে গিয়ে এই মন্তব্যটি করেন। তিনি সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বিষয়ে বক্তৃতায় বলেন, আফগানরা “দাসত্বের শৃঙ্খল ভেঙ্গেছে।”
নতুন গোষ্ঠী তালেবানের দখলে আফগানিস্তান। ১৯৯৬ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর যে তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল। তাদের মধ্যে পাকিস্তান একটি।
এবারও তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠক করে। সেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখান থেকেই আসছে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত।
পাকিস্তানের দুটি প্রধান ধর্মভিত্তিক দল, জামায়াতে ইসলামী এবং জেইউআই-এফ। এরই মধ্যে আফগান দখলে নেয়া তালেবান গোষ্ঠীকে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে। তারা পূর্ণ সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছে। এসব দলের সদস্যরা আফগানিস্তানে তালেবানের বিজয়ে মিষ্টিও বিতরণ করেছেন।