দেউলিয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক
সাদাকালো নিউজ
আর্থিক ব্যর্থতায় ডুবে গেল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) তরী। টানা ৪৮ ঘণ্টার এক ঝড়ে শুক্রবার সকালে অবশেষে ধসে পড়ে ব্যাংকের কার্যক্রম।
সিলিকন ভ্যালি ব্যাংক বুধবার এক ঘোষণায় জানায়, আর্থিক ক্ষতির মুখে ব্যাংকিং ব্যালেন্সকে ঠিক রাখতে ২২৫ কোটি ডলারের নতুন শেয়ার বিক্রি করবে তারা। এ ঘোষণা মূল ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলোর মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। কথিত আছে, অনেক কোম্পানিই গ্রাহকের অর্থ ব্যাংক থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
এরপর থেকেই গ্রাহকরা একচেটিয়া ব্যাংকটি থেকে অর্থ তুলতে থাকে। বৃহস্পতিবার পর্যন্ত এ অর্থ উত্তোলনের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৪ হাজার ২০০ কোটি ডলারে। ফলে তারল্য সংকটে খাদের কিনারায় চলে আসে ব্যাংকটি। পরে শুক্রবার দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এফডিআইসি ব্যাংকটি বন্ধের সিদ্ধান্ত নেয়।
তবে এর পরও যেসব আমানতকারী তাদের অর্থ তুলতে পারেননি; এফডিআইসি তাদের অর্থ ফেরত দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এসভিবির বন্ধ শাখাগুলো ১৩ মার্চ আবার খোলা হবে।
২০০৮ সালে অর্থনৈতিক মন্দার পরে এই প্রথম দেশটির কোনো আর্থিক প্রতিষ্ঠান বড় ধরনের বিপর্যয়ে পড়ল। অনেক বিশ্লেষকই বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির নীতি গ্রহণ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।