মা হওয়ার আগে ওমরাহ পালনে মাহিয়া মাহি
সাদাকালো নিউজ
চলচ্চিত্র জগতের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়েছেন নায়িকা মাহিয়া মাহি। উপনির্বাচনে প্রার্থী হতে চেয়েও মনোনয়ন পাননি তিনি। পরে অবশ্য আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষেই প্রচার ও গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।
সম্প্রতি মাহির কাজের প্রতি আগ্রহ দেখে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য করতে বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন মাহি। একিসঙ্গে রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন।
মাহিয়া মাহির এসব কিছু হয়েছে অন্তঃসত্ত্বা অবস্থাতেই। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর-যত্নে দিন কাটছে তার।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় মাহিয়া মাহি। মাঝে-মধ্যেই নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে পোস্ট দিয়ে থাকেন। সম্প্রতি এক পোস্টে ওমরাহ পালনের কথা জানিয়েছেন নায়িকা। বর্তমানে স্বামীসহ ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।
স্বামীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মাহি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্’। ছবিতে তার স্বামীকে সাদা পোশাকে এবং তাকে কালো বোরকায় দেখা যায়।
সৌদি আরব থেকে দেশের একটি গণমাধ্যমকে মাহি বলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরিফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি।
অভিনয়গুণে অসংখ্য দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন মাহিয়া মাহি। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরও কমতি নেই। ওমরাহ করতে গিয়ে অনাগত সন্তান ও তাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। মাহি বলেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
তবে এবারই প্রথম নয়, এর আগেও ওমরাহ করেছেন এ অভিনেত্রী। ২০২১ সালের ১৩ই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরি ওমরাহ করেন মাহি।
কিছুদিন আগে অভিনেত্রী জানিয়েছিলেন, চিকিৎসকদের ধারণা আড়াই মাস পর সন্তান পৃথিবীতে আসতে পারে। আর আপাতত সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই দিনের অপেক্ষায় রয়েছেন মাহি।