সানি লিওনের প্রেমে পড়েছেন কলকাতার সুপারস্টার দেব!
সাদাকালো নিউজ ডেস্ক
পায়ে পায়ে গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’। ২২ অগস্ট রোববার হবে গ্র্যান্ড ফিনালে । এই ডান্স রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে কলকাতার সুপারস্টার দেব।
সম্প্রতি মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে দেব জানান, ডান্স ডান্স জুনিয়রের জার্নি অসাধারণ ছিল। গ্র্যান্ড ফিনালে শ্যুট করতে কলকাতায় আসেন হেলেন, বলিউডের কোরিওগ্রাফার রেমো ডি’সুজা এবং সানি লিওন। এই প্রথম কোনো বাংলা রিয়েলিটি শো-এর মঞ্চে বলি অভিনেত্রী সানি লিওন।
কেমন ছিল সানির সঙ্গে স্টেজ শেয়ার করার এক্সপিরিয়েন্স?
দেবের সোজা সাপটা জবাব, শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। তাই কারও সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ হয়নি।
রেমো এবং সানি দু’জনেই ভীষণ প্রফেশনাল। আর হেলেনজি তো সত্যিকারের লেজেন্ড। শ্যুটের দিন সানির যে ফ্লাইটে আসার কথা ছিল সেটি বাতিল হওয়ায় সেটে দেরিতে পৌঁছান। যদিও এতে সানির কোনও দোষ ছিল না। তবুও বার বার দুঃখিত বলছিলেন।
কয়েকটি দৃশ্য রিশ্যুট করতে হয়। কখনও মেজাজ হারাননি সানি। ধীরস্থির থেকে কাজ করে গেছেন। সানির নাম শুনলেই মানুষের মনে ভালো, খারাপ নানা ভাবনা এসে যায়। তবে দেবের ভাষায়, সানি লিওন জেম অফ আ পার্সন। একজনের ব্যবহার সেই মানুষ সম্পর্ক অনেক কথা বলে। সানি সত্যিই খুব সুইট।
গ্র্যান্ড ফিনালেতে সানিকে দেখা যাবে তাঁর হিট গানে প্রতিযোগিদের সঙ্গে পা মেলাতে। সিলভার শিমার শাড়ি ও অফশোল্ডার টিউব ব্লাউজে অসামান্যই লাগবে সানিকে।