কে এই মডেল মৌ আক্তার,কীভাবে চালাতেন রাতের ব্যবসা?
সাদাকালো নিউজ ডেস্ক
মরিয়ম আক্তার মৌ। পরিচয় মডেল অভিনেত্রী। রাজধানীর মোহাম্মদপুরে থাকতেন। বিলাসবহুল ফ্ল্যাট। চলাচল রাজকীয়। অথচ প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় সারিরও মডেল নন তিনি। তাহলে কীভাবে চলতেন এভাবে? সেই গোপন তথ্যই খুঁজে বের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। জানিয়েছে, চাঞ্চল্যকর তথ্য। রীতিমতো রাতের ব্যবসার পসরা সাজিয়ে বসেছিলেন।