বিলাস পণ্যে কর বাড়িয়েছে পাকিস্তান
সাদাকালো নিউজ
কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা পাকিস্তানের অর্থনীতিকে ধসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ২০২২ সালের ভয়াবহ বন্যার কারণে ইসলামাবাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
তবে তা সত্ত্বেও, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার পণ্যের ওপর কর বৃদ্ধি করতে চায়নি। কারণ কর বৃদ্ধির কারণে প্রায় সব পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। এতে অসন্তুষ্ট হয়ে মানুষ তাদের আসন্ন নির্বাচনে ভোট নাও দিতে পারে।
সোমবার পাকিস্তানের আইনসভায় সম্পূরক অর্থায়ন বিলের অনুমোদন দিয়ে সেলস ট্যাক্স ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে গাড়ি, গৃহস্থালি জিনিসপত্র, চকলেট এবং কসমেটিকস জিনিসপত্র।
এছাড়া পাকিস্তানের সাধারণ মানুষকে এখন থেকে বিজনেজ ক্লাসের বিমান টিকেট, মোবাইল ফোন এবং সানগ্লাস ক্রয়ে আরও বেশি অর্থ খরচ করতে হবে।
পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার নতুন বিল অনুমোদনের পর বলেছেন, ‘আগামী কয়েকদিন প্রধানমন্ত্রী আরও কঠোর বিষয় উত্থাপন করবেন। আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’