হজের ভিসা আবেদনে আঙুলের ছাপ বাধ্যতামূলক
সাদাকালো নিউজ
বাংলাদেশিদের হজ কিংবা ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া আগে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ অনলাইনে সংযুক্ত করা বাধ্যতামূলক বলে জানিয়েছেন সৌদি সরকারের উদ্যোগে ‘রোড টু মক্কা সার্ভিস’-এর একটি প্রতিনিধি দলের প্রধান নাইফ আল খাতানি।
বুধবার দুপুরে গুলশানে সৌদি দূতাবাসের সভাকক্ষে সৌদি সরকারের উদ্যোগে রোড টু মক্কা সার্ভিসের একটি প্রতিনিধি দলের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাইফ আল খাতানি বলেন, হজযাত্রাকে সহজ করতে ভিসাপূর্ব আবেদন প্রক্রিয়ায় অনলাইনে আঙুলের ছাপ সংযুক্ত করতে হবে। যাতে ভিসার আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের জালিয়াতি না হয়।
তিনি বলেন, বিশ্বের চতুর্থ হজযাত্রী দেশ হিসেবে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার। বাংলাদেশিরা হজ-ওমরা জিয়ারতের উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার আগেই বাংলাদেশে ইমিগ্রেশন সম্পন্ন করা হবে। এ ছাড়া ভিসা সংক্রান্ত সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের উপায় বের করতেও কাজ করা হচ্ছে।