পুত্রকে কোলে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে নাতাশা-হার্দিক
সাদাকালো নিউজ
ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পাত্রী কে? অবশ্যই তাঁর একমাত্র সন্তান অগস্ত্য-র মা নাতাশা স্ট্যানকোভিচ। বলিউডে একের পর এক বিয়ের সানাই। করোনা পরবর্তীতে একাধিক তারকা দেশেই বিবাহ সেরেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারকা দের এখন ‘ওয়েডিং ডেস্টিনেশন’ রাজস্থান। ২০২১ সালে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি সকলেরই বিয়ের আসর বসেছিল রাজস্থানের বিলাসবহুল দুর্গে। এবার সেই তালিকায় নাম যুক্ত হল, হার্দিক-নাতাশার ও।
২০২০ সালে করোনাকালীন আচমকাই বাবা হওয়ার খবর দিয়েছিলেন হার্দিক। তখনই বাগদত্তা নাতাশার সঙ্গে তড়িঘড়ি আইনী বিয়ে সেরে নেন হার্দিক। তার ২ মাস পরেই পুত্রের জন্ম হয়। সেই কারণে জমকালো আয়োজনে বিয়েটা আর হয়নি তাঁদের, দেখতে দেখতে পুত্রের বয়ে ৩ বছর ছুঁই ছুঁই। তাই এখুনি সঠিক সময়। ভালোবাসার দিনেই সামাজিক রীতিতে বিবাহ করতে চলেছেন হার্দিক-নাতাশা। একেবারে ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী উদয়পুর র্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হবে তারকা জুটির বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই বিরাট-অনুষ্কা সহ, আথিয়া-কেএল রাহুল রওনা দিয়েছেন রাজস্থানের উদ্দেশে। এদিকে বিয়ের জন্য সোমবারেই পুত্রকে নিয়ে উদয়পুরে পৌঁছেছেন হার্দিক-নাতাশা। তাঁদের সঙ্গে গিয়েছেন তাঁদের পরিবারের সদস্য ও ভারতীয় ক্রিকেটার ইশান কিষাণও।