এবার গান গাইতে গাইতে রান্না শেখাবেন ড. মাহফুজুর রহমান!
সাদাকালো নিউজ ডেস্ক
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার গান মানেই নতুন কিছু। ব্যবসায়ী বা এটিএন বাংলার চেয়ারম্যানের চেয়ে গানের জন্যই বেশ আলোচিত তিনি। বিশেষ করে প্রতি ঈদেই নতুন গানের সমন্বয়ে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়ে থাকেন তিনি। সর্বশেষ গত ঈদুল আজহাতেও একক অনুষ্ঠান করে সামাজিক মাধ্যমে ভাইরাল হন।