রিয়ালের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিল বার্সেলোনা
সাদাকালো নিউজ
রোববার ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ১-০ গোলে জয় বের করে নেয় বার্সা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোল আসে পেদ্রির পা থেকে। এই জয়ের পর রিয়ালের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান তৈরি করে ফেলল বার্সেলোনা.২১ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬।
এদিন খেলার তৃতীয় মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে নিতে পারতেন রবার্ট লেভানদোভস্কি। পেদ্রির পাস ধরে ছুটে গিয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন তিনি। তবে তার ফিনিশিং ছিল হতাশাজনক।
পরের কয়েক মিনিটে মাঠে নিজেদের নিয়ন্ত্রণ আরও প্রতিষ্ঠা করে নেয় দলটি। ফল মিলে ১৭ মিনিটে। বক্সের মধ্যে দুই সতীর্থের বল দেওয়া নেওয়ার পর পান লেভানদোভস্কি। তার বাড়ানো টাচ ধরে জালে জড়িয়ে আনন্দে ভাসার কাজটা করেন পেদ্রি।
নিজেদের মাঠে সমতায় ফিরতে মরিয়া ভিয়ারিয়াল সুযোগ হাতছাড়ায় ডুবে যায় বাকিটা সময়। সবচেয়ে বড় সুযোগ আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। লুইস মোরালেস মাঝমাঠ থেকে ফাঁকায় বল নিয়ে ছুটে গিয়েছিলেন। বার্সার পোস্টের কাছে গিয়ে তিনি তালগোল পাকান। তার নেওয়া শট যায় বাইরের জালে।
৬০ মিনিটে দলকে বিপদের হাত থেকে বাঁচান রোনালদ আরাউহো। ইয়েরেমি পিনোর দুরন্ত ছুটে যাওয়া আটকান অসাধারণ দক্ষতায়।