ব্যাংকের লকারে লাখ টাকা খেল উইপোকা
সাদাকালো নিউজ
গচ্ছিত টাকা খেল উইপোকা! তাও আবার ব্যাংকের লকার থেকে। শুনতে অদ্ভুত মনে হলেও এমন ঘটনাই ঘটেছে ভারতের রাজস্থানের একটি ব্যাংকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে শাখায় এ ঘটনা ঘটে সেখানে নাকি পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা নেই।
সুনিতা মেহতা নামে এক গ্রাহকের অভিযোগ, রাজস্থানের উদয়পুরের ওই ব্যাংকে তার লকার ছিল। সেখানেই ২ লাখ ১৫ হাজার টাকা রাখেন তিনি। সম্প্রতি সেই লকার খুলে দেখেন উইপোকা বাসা বেঁধেছে, কিলবিল
করছে টাকার ওপরে। বাসা যখন বেঁধেছে তো টাকা কি আর আস্ত রাখবে!
শুধু সুনিতার নয়, ব্যাংকের আরও ২০ থেকে ২৫টি লকারে হানা দিয়েছে উইপোকা। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এখন চিন্তায় পড়ে গেছেন তাদের অর্থ ফিরে পাবেন কিনা, তা নিয়ে।
ব্যাংকের ম্যানেজার জানান, গ্রাহকদের কথা মানবিকভাবে ভাবা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।