কর্মব্যস্ত নারীদের কেন ত্বক ও চুলের যত্ন নিতেই হবে?
সাদাকালো নিউজ ডেস্ক
কর্মক্ষেত্রে পুরুষদের পাশাপাশি সমান তালে এগুচ্ছে নারীরা। ঘর এবং অফিস- দুটোই সামলাচ্ছেন সমানভাবে। আর এই দুই দিক সামলাতে গিয়ে কর্মজীবী নারীরা নিজেদের যত্ন নিতে ভুলে যান। বিশেষ করে ত্বকের যত্ন। যত্নের অভাবে তাদের ত্বক হয়ে পড়ে নির্জীব।