দেশে পৌঁছেছে ইউক্রেনের সাড়ে ৫২ হাজার টন গম
সাদাকালো নিউজ
জিটুজি আমদানি চুক্তির আওতায় ইউক্রেন থেকে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) খাদ্য বিভাগ কর্তৃক নমুনা পরীক্ষার পর গম খালাস প্রক্রিয়া শুরু হবে। এর আগে ম্যাগনাম ফরচুন নামের বাল্ক ক্যারিয়ার শিপটি গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে এসে পৌঁছে।
চট্টগ্রাম বন্দরে দায়িত্বপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের এই তথ্য জানিয়েছেন।
খাদ্য বিভাগ সূত্র জানায়, জিটুজি চুক্তির আওতায় সরকার ইউক্রেন থেকে গম আমদানির উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের ধারাবাহিকতায় ৫২ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গত মঙ্গলবার গমবাহী বাল্ক জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছার পর গমের মান ও অন্যান্য পরীক্ষা নিরিক্ষার উদ্যোগ নেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হবে। সব কিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল থেকে গম খালাস শুরু হবে।
ইউক্রেন ছাড়াও রাশিয়া থেকেও গম আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। ইতিমধ্যে রাশিয়া থেকেও এক লাখ টন গম আমদানি করা হয়েছে।