হাইওয়ে পুলিশের ‘চাঁদাবাজি’, চালকদের মহাসড়ক অবরোধ
সাদাকালো নিউজ
মাদারীপুর রাজৈর উপজেলায় পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন ইজিবাইক চালকরা। এ সময় মহাসড়কের দুপাশে প্রায় আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে রাজৈর থানা পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
ইজিবাইক চালকদের অভিযোগ, ইজিবাইক চালাতে প্রতিনিয়ত মাদারীপুরে হাইওয়ে পুলিশকে চাঁদা দিতে হয়। মাসিক ও দৈনিক বিভিন্ন হারে চাঁদা না দিলে ইজিবাইক আটক ও মামলা দিয়ে হয়রানি করা হয়। এ পরিস্থিতি থেকে প্রতিকার পেতে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
অভিযোগ অস্বীকার করে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। তাদের বাধা দিলে মিথ্যা অভিযোগ এনে তারা সড়ক অবরোধ করেন। হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সঠিক নয়’।
এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, রোববার দুপুরে ইজিবাইক চালকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।