কে এই মাহসা আমিনি? হিজাব না পরায় কি প্রাণ গেল তরুণীর?
সাদাকালো নিউজ
২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনি। পরিবারের সঙ্গে থাকতেন ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে। গেল মঙ্গলবার তেহরানে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন এই তরুণী। ধর্মীয় রীতি মেনে হিজাব না পরায় তাকে ধরে নিয়ে যায় ইরানি পুলিশ। পরে পুলিশ হেফাজতেই না ফেরার দেশে পাড়ি জমান আমিনি।
আমিনির চলে যাওয়াকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, কঠোর পোশাকধারীর আওতায় থেকে কিভাবে প্রাণ গেল এই তরুণীর। এই ঘটনাকে সন্দেহজনক ভাবে দেখছেন মানবাধিকারকর্মীরা। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
ইরানে জনসমক্ষে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পোশাকবিধির নিয়ম রয়েছে। ‘নৈতিকতা–সংক্রান্ত’ পুলিশ দল এই নিয়ম কার্যকর হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব পালন করে। এ বিধির আওতায় মাহসাকে তেহরান থেকে ধরে পুলিশ। এরপরি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গেল শুক্রবার পরপারে চলে যান তিনি।
ইরানের বিভিন্ন সংবাদমসাধ্যম বলছে, দুর্ভাগ্যজনকভাবে ওই তরুণী শেষ নিঃশ্বাস ছেড়েছেন। তাঁর দেহ পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরে পুলিশ জানায়, আমিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে আমিনির পরিবারের দাবি, পুলিশ তাকে শেষ করে দিয়েছে। কারণ আমিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন। তার কোনো স্বাস্থ্য সমস্যা ছিল না। ধরে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে আসার পর আমিনি কোমায় ছিলেন।