৬০০ টাকার ভাড়া ৯০০
সাদাকালো নিউজ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাভারের বিভিন্ন টিকিট কাউন্টারে জমায়েত হতে শুরু করেছেন নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ। ঈদের ছুটি শুরু না হতেই তীব্র টিকিট সংকটে পড়েছেন শেকড়ের টানে গ্রামের পানে ছুটে চলা এসব মানুষগুলো।
তাদের দাবি কাউন্টারের লোকজন আগেই সব টিকেট বুক করে রেখেছেন। আর সেই টিকেট চড়া মূল্যে কিনতে হচ্ছে যাত্রীদের।
বুধবার (৬ জুলাই) দুপুরে সাভার বাস স্ট্যান্ড, নবীনগর, বাইপাইল, শ্রীপুরের টিকেট কাউন্টারগুলো ঘুরে এমন অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের দাবি গাড়ির সব টিকিট কাউন্টার থেকে বুক করা হয়েছে আগেই। তবে চড়া মুল্য দিলে সেই গাড়িতেই মিলছে টিকিট।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। তবে আপনার কাছে জানলাম। আমি এখনই টিম পাঠিয়ে দিচ্ছি। তাছাড়া আমরা কাউন্টারগুলোতে যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে এ জন্য আজ থেকেই সাদা পোশাকে হাইওয়ে পুলিশ নজরদারির শুরু করবে।