একটি সিনেমা করেই বিলাসবহুল ফ্ল্যাটের মালিক!
সাদাকালো নিউজ
শেহনাজ গিল। বিনোদন জগতের বেশ পরিচিত মুখ। বিগ বসের মাধ্যমে আলাদা একটি জনপ্রিয়তা পেয়েছেন এই পাঞ্জাবী গায়িকা। সবার কাছে সানা নামে পরিচিত এই বিগ বস গার্ল।
বিগ বসে শেহনাজের সঙ্গে ছিলেন প্রেমিক সিদ্ধার্থ শুক্লা। বিগ বস হাউজে তাদের চর্চিত প্রেম নিমিষেই ভক্তদের আকৃষ্ট করেছিলো। শেহনাজের সুন্দর সুন্দর কথা, নিমিষেই নেটিজেনদের মন জয় করে নেয়। সেখান থেকেই শুরু তার বলিউড যাত্রা।
কিন্তু যার হাত ধরে ধীরে ধীরে ক্যারিয়ারে এগিয়েছিলেন অভিনেত্রী, মাঝ পথে সেই তাকে ছেড়ে পরপারে পাড়ি দেয়। সেই সিদ্ধার্থ শুক্লার চলে যাওয়ার তিন বছর অতিবাহিত হতে চললো। প্রেমিকের প্রয়াণে অনেকদিন ক্যামেরা থেকে আড়ালে ছিলেন শেহনাজ। তবে এখন তিনি বলিউডের অন্যতম ডিভা। মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে তার নাম।
ইতিমধ্যে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির মাধ্যমে বলিউডের আত্মপ্রকাশ করেছেন শেহনাজ গিল। ধীরে ধীরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের বিশেষ অবস্থান তৈরি করেছেন তিনি। সম্প্রতি মুম্বাইতে একটি নতুন বাড়ি কিনেছেন শেহনাজ। যদিও অভিনেত্রী এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
এদিকে শেহনাজের ইনস্টাগ্রামে ঢু মারলেই চোখে পড়ছে তার নতুন বাড়ির ছবি। আর খবরটি প্রকাশ পেতেই মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টবক্সে। রীতিমতো শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে দিচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। একজন লেখেন, আমার প্রিয় সানা বেবি আপনার নতুন বাড়ির জন্য অভিনন্দন, আমরা আপনার কৃতিত্বের জন্য গর্বিত।
তবে বাড়ির অন্দরসজ্জা থেকে পরিচ্ছন্নতা নিয়ে একটু বেশিই খুঁতখুঁতে শেহনাজ। বাড়ির বাথরুম যেন কোনো ভাবেই অপরিষ্কার না হয়ে যায়, সেটা মাথায় রেখে নিজের জন্য আলাদা বাথরুম তৈরি করেছেন তিনি, যা অন্য কারও ব্যবহার করার অনুমতি নেই।
সম্পূর্ণ নিজের চেষ্টা ও পরিশ্রমের জোরে শোবিজ অঙ্গনে নিজের জায়গা তৈরি করেছেন শেহনাজ। তবে সালমানের সিনেমায় অভিনেত্রী হিসাবে অভিষেক মানেই যে তিনি অনেকটা এগিয়ে গেলেন, সেটা মানতে নারাজ নবাগতা এই অভিনেত্রী।
নিজের প্রতিভা ও যোগ্যতা নিয়ে একাধিক বার কটাক্ষের মুখেও পড়তে হয়েছে শেহনাজকে। তবে কাজের মাধ্যমেই সব প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি। তাই বর্তমানে নিজের সব দিক ঝালিয়ে নিতেই ব্যস্ত সময় পার করছেন শেহনাজ।