নূরানী ডাইংয়ের বিরুদ্ধে মামলা করবে বিএসইসি
সাদাকালো নিউজ
নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির সময় ও পরবর্তী সময়ে আর্থিক প্রতিবেদনে জালিয়াতি, প্রতারণা, মিথ্যা তথ্য প্রদান ও আইপিও ফান্ড আত্মসাৎ করার ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে। এ কারণে কোম্পানি, কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের বিরুদ্ধে এবং প্রতারণায় সহযোগিতা করায় ইস্যু ম্যানেজার, অডিটরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএসইসির ৮৪০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, নূরানী ডাইংয়ের নানা জালিয়াতি ও প্রতারণার বিষয়ে কমিশনের তদন্ত কমিটির প্রতিবেদন এবং ডিএসইর প্রতিবেদনের আলোকে কোম্পানি, কোম্পানির উদ্যোক্তা/পরিচালক, সংশ্লিষ্ট ইস্যু ম্যানেজার, নিরীক্ষক এবং আইপিও ফান্ড ব্যবহার নিয়ে প্রতিবেদনে সত্যায়িত করা নিরীক্ষকের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের বিভিন্নভাবে প্রতারিত করা ও প্রতারণার কাজে সহযোগিতা করায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ১৭ এর (এ), (বি), (সি) ও (ডি) লঙ্ঘিত হয়েছে। এ কারণে কমিশন এনফোর্সমেন্ট অ্যাকশান ও ফৌজদারি মামলার সিদ্ধান্ত নিয়েছে।