৯ বছর পর অ্যাশেজের নতুন অ্যালবাম
সাদাকালো নিউজ
ভক্তদের দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের দ্বিতীয় অ্যালবাম আনছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ।
আগামী শুক্রবার (১০ মার্চ) “অন্তঃসারশূন্য” শিরোনামের অ্যালবামটি প্রকাশ করা হবে। অ্যালমবামটির মুক্তি উপলক্ষে এদিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি।
মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা।
“অন্তঃসারশূন্য” অ্যালবামের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জিয়াউল হক পলাশ। সংবাদ সম্মেলনে অ্যাশেজ ব্যান্ডের সদস্যদের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন।
তৌফিক আহমেদ বিজয় জানান, “অন্তঃসারশূন্য” অ্যালবামটি ৭টি গানে সাজানো হয়েছে।
অ্যাশেজ ব্যান্ডের ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান বলেন, “শুধু অ্যালবাম লঞ্চই নয়, ১০ মার্চ থাকছে অ্যাশেজের পক্ষ থেকে আরও বেশ কিছু চমক। অ্যালবাম প্রকাশের পাশাপাশি পুরোটা সময় জুড়ে থাকবে আমাদের টানা তিন ঘণ্টার পারফরমেন্স।