৭২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
সাদাকালো নিউজ
গ্যাস সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৩ থেকে ২৬ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। রোববার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন লাইনের কাজের জন্য জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ, লক্ষণখোলা, রূপসি, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সকল শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজ-এ ২৩ এপ্রিল তারিখ রাত ১২ টা থেকে ২৬ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া এ সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানিগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।