৬ মাত্রার ভূমিকম্পে কাপলো পাকিস্তান
সাদাকালো নিউজ
রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে আজ রবিবার (২৮ মে) কেঁপে উঠল পাকিস্তান। দেশটির ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সময় ১০ টা ৫০ মিনিটে হওয়া এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত অঞ্চলে এবং এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশটির রাজধানী ইসলামাবাদ সহ রাওয়ালপিন্ডি, অ্যাটক, খাইবার পাখতুনখোয়া ও কাশ্মিরে জোরালো কম্পন অনুভূত হয়। এ সময় এসব এলাকায় আতঙ্কে লোকজনকে ঘরবাড়ি ও উচু ভবন ত্যাগ করতে দেখা গেছে।
এ ছাড়া মৃদু কম্পন অনুভূত হয়েছে পাঞ্জাবের লাহোর, ঝিলাম ও চকওয়ালে। পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, চীন ও ভারতের বেশ কয়েকটি অঞ্চলে এ কম্পন অনুভূত হয়েছে।
ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সীমানায় অবস্থান হওয়ায় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পাকিস্তানে অস্বাভাবিক কিছু নয়। দক্ষিণ এশিয়ার বড় অঞ্চল ভূকম্পনগতভাবে স্বক্রীয়, এর কারণ ইন্ডিয়ান প্লেট নামে পরিচিত টেকটনিক প্লেটটি উত্তরে ইউরেশিয়ান প্লেটকে ঠেলছে।