৬৪ জন স্কুলপড়ুয়া একসঙ্গে কোভিডে আক্রান্ত
সাদাকালো নিউজ
করোনার থাবার স্কুলে। এবার দিল্লি বা মহারাষ্ট্র নয়। সোজা পূর্বভারত। ওডিশার রায়গড় জেলায় কমপক্ষে ৬৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত। দুটি পৃথক হস্টেলে থাকে এই পড়ুয়ারা। জেলা ওয়েলফেয়ার অফিসার অশোক শতপথীর মতে কোটলা গুড়ার অন্বেষা নামের হস্টেল থেকে ৪৪জন ছাত্র করোনা আক্রান্ত হয়েছে। চৌঠা মে তাদের রিপোর্ট পজেটিভ আসে। এই ছাত্রদের রিপোর্ট পজেটিভ আসায় বাকি ২৫৭ জন ছাত্রেরও করোনা পরীক্ষা করা হয়েছে।
হস্টেলে জেলার ৮টি ইংরেজি-মাধ্যম স্কুলের ছাত্ররা থাকে। অন্যান্য পজেটিভ কেসগুলি জেলার বিসামকাটক ব্লক থেকে রিপোর্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, হাটমুনিগুড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০ জন ছাত্রী করোনা পজেটিভ হয়েছে বলে খবর। জেলা আধিকারিকরা স্কুলগুলিকে সতর্ক থাকতে বলেছেন। প্রশাসন শিক্ষার্থীদের মধ্যে কোভিড মামলার পরীক্ষা এবং ট্র্যাকিং বাড়িয়েছে। পরীক্ষায় পজিটিভ পাওয়া শিক্ষার্থীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কয়েকদিন পর পরীক্ষা হবে।
এদিকে, রিপোর্টে বলা হয়েছে কোভিড -১৯ এর সংক্রমণ শরীরের পাশাপাশি মানসিক স্বস্থ্যকেও প্রভাবিত করে। রিপোর্টে গবেষকরা দাবি করেছেন গুরুতর কোভিড রোগিদের আইকিউ ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। যার অর্থ সংক্রমণের কারণে মানুষের যে স্বাভাবিক জ্ঞানবুদ্ধি রয়েছে তা অনেকটাই কমে যেতে পারে।
গবেষণা রিপোর্টে বলা হয়েছে গুরুতর কোভিড ১৯ এর সংক্রমণ যাঁদের হয়েছিল তাঁরা স্মরণ শক্তি ও চিন্তাভাবনা করার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলছেন। ৫০-৭০ বছর বয়সীদের মধ্যে এজাতীয় মানসিক সমস্যা দেখা দিয়েছেন বলেও জানিয়েছেন গবেষকরা।