৫০ দিন সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রামে সাকিব!
সাদাকালো নিউজ
দক্ষিণ আফ্রিকায় সাকিব আল হাসান যাবেন, এটা ধরেই তাকে রেখে এই সিরিজের দল ঘোষণা করে বিসিবি। কিন্তু রবিবার দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের জানান, তিনি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন, তাই দক্ষিণ আফ্রিকার সিরিজে খেলতে চান না।
এ নিয়ে সোমবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, সাকিবের খেলায় আগ্রহ না থাকলে খেলবে না, সেটা বোর্ডকে জানিয়ে দিলেই হয়। এরপর গতকাল মঙ্গলবার বিসিবির পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও আর এক ধাপ এগিয়ে বলেন, সাকিব না খেললে কিছুই যায় আসে না।
এসব প্রতিক্রিয়ায় অনুমান করা যাচ্ছিল, বিসিবি কিছু একটা ব্যবস্থা নিচ্ছে যা সাকিবের জন্য একটা সতর্কবার্তা হতে পারে। সেটাই নিল আজ। সাকিব আল হাসানকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
৯ মার্চ বিকেলে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কার্যালয়ে সভায় বসেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক। কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘সাকিবকে আমি কল করেছিলাম। তার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছি। সাকিব বলেছে, এখনো সে মনে করে মানসিক ও শারীরিকভাবে আনফিট। এ জন্য দক্ষিণ আফ্রিকা সফর স্কিপ করতে চাইছে। যেহেতু সাকিব এখন খেলতে চাইছে না আমরা তাকে বিরতি দিচ্ছি। ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিরতি দেওয়া হয়েছে সব ধরনের ক্রিকেট থেকে।’