৫ম বারের মতো ডিম নিয়ে বসে পড়েছে অজগর
সাদাকালো নিউজ
খাঁচায় ডিম তা দিতে বসে পড়েছে অজগর। আগামী দুই মাস সাপটি আর কিছু খাবে না। এমনকি পানি পর্যন্ত । তখনই ফুটবে বাচ্চা। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচার এই অজগর সাপটি এ নিয়ে ৫ম মবারের মতো বংশবিস্তার করতে যাচ্ছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, এর আগে ৪ বারে এই অজগর সাপটি শতাধিক বাচ্ছা ফুটিয়েছে। সেই বাচ্ছাগুলো লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দে গণমাধ্যমকে বলেন, রোববার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ৪০-৫০টির মতো ডিম দিয়েছে অজগরটি। এখন খাঁচার ভেতর মা অজগরটি ডিমগুলো জড়িয়ে বেড়িবেধে বসে আছে।
তিনি বলেন, অজগরটি আগামী ৬০দিন এভাবে ডিমগুলোকে জড়িয়ে থেকে তা দিবে। এসময় সাপটি কোনো ধরণের খাবার গ্রহণ করবে না।
এমনকি পানিও খাবে না। ডিম থেকে বাচ্চা ফোটার আগের দিন ডিম ছেড়ে সাপটি সরে যাবে। পরদিন থেকে একে একে ডিম থেকে বাচ্চা ফোটা শুরু হবে। এর পর বাচ্চাগুলো মোটামুটি পরিপূর্ণ হলে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেবে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।