
৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাদাকালো নিউজ
এবার রাশিয়ার তিন প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর এবং তা পরীক্ষার সঙ্গে জড়িত তিনটি রুশ সংস্থা এবং একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে অস্ত্র হস্তান্তরের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এক যৌথ বিবৃতি জারির দুদিন পরই নিষেধাজ্ঞার এই পদক্ষেপ নেয়া হয়।
রয়টার্স বলছে, ইউক্রেন সংঘাতের শুরু থেকেই হাত মিলিয়েছে মস্কো এবং পিয়ংইয়ং তবে নিজেদের মধ্যে কোনো অস্ত্র চুক্তি করার বিষয়টি অস্বীকার করেছে দুই দেশই।
ব্লিঙ্কেন তার বিবৃতিতে বলেছেন, আমরা আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না। রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে রুশ আগ্রাসনকে সমর্থন দিয়েছে উত্তর কোরিয়া। যা ইউক্রেনের জনগণের দুর্ভোগ বাড়িয়েছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এছাড়া সিনিয়র রুশ কর্মকর্তারাও কয়েক দফায় পিয়ংইয়ং সফর করেছেন। এসব বিষয় ভালোভাবে নেয়নি পশ্চিমারা।
নতুন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সম্প্রতি হোয়াইট হাউস জানায়, উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে একাধিক হামলা চালানোর জন্য ব্যবহার করেছে রাশিয়া। পরে ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই দাবির সত্যতা নিশ্চিত করেন।