৪৮ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট পার হয়েছে ১৫৫০০ যানবাহন
সাদাকালো নিউজ
ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার রাত থেকেই ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। রাতে সিরিয়ালে আটকে পড়া যানবাহনগুলো এখনো মহাসড়কে দাঁড়িয়ে আছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা।
গত ৪৮ ঘণ্টায় এই রুট দিয়ে ১৫ হাজার ৫০০ যানবাহন ঢাকামুখী হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, আজ সরকারি ছুটির শেষ দিন এবং আগামীকাল থেকে সব পোশাক কারখানা খোলায় একযোগে ঢাকামুখী হচ্ছে মানুষ। এতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ পড়েছে।
গত ৪৮ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে প্রায় সাড়ে ১৫ হাজার যানবাহন ঢাকামুখী হয়েছে। এর মধ্যে বাস ১৬৫৭টি, ট্রাক ১৪৬১টি, ছোট গাড়ি ৮৮৭৩টি ও মোটরসাইকেল পার হয়েছে ৩৪৫৪টি। এছাড়া প্রায় লক্ষাধিক মানুষ ফেরিতে নদী পার হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, এক যোগে মানুষ ঢাকামুখী হওয়ায় দৌলতদিয়া ঘাটে চাপ পড়েছে। এ ছাড়া শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটের যাত্রীবাহী বাসও এই নৌরুট দিয়ে পার করায় যানজট আরও দীর্ঘ হচ্ছে।
তিনি আরও বলেন, গত ৪৮ ঘণ্টায় এই নৌরুট দিয়ে সাড়ে ১৫ হাজার যানবাহন ঢাকামুখী হয়েছে। বর্তমানে এই রুটে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে।