৪৫ বছর পর মায়ের বুকে ফিরলেন কুলসুম!
রাকিবুল ইসলাম
কখনো কখনো মানুষের জীবনের গল্পের কাছে হার মানে সিনেমার চিত্রনাট্য। গত শুক্রবার তেমনই এক ঘটনা ঘটে গেল রাজধানীর মোহাম্মদপুরে। সুদূর সুইজারল্যান্ড থেকে ম্যারিও নামে এক নারী উড়ে আসেন ঢাকার শেখেরটেকে পরিবারের সন্ধানে। কুলসুম হয়ে ফেরেন মায়ের বুকে।
জানা গেছে, ৪৫ বছর আগে পারিবারিক অসচ্ছলতার কারণে পাঁচ বছর বয়সে কুলসুমের ঠাঁই মেলে সুইজারল্যান্ডের এক অনাথ আশ্রমে। এরপর তাকে দত্তক নেন এক সুইস দম্পতি। নিজের পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কুলসুম।
এরপর আবছা স্মৃতিতে খুঁজে বেড়িয়েছেন হারিয়ে যাওয়া আপনজনদের। দীর্ঘ অপেক্ষার হাহাকার যেন শেষ হচ্ছিলো না। ঠিক এমন সময় সোশ্যাল মিডিয়াভিত্তিক অনুষ্ঠান সাইবার লাইফের উপস্থাপক মুনজুরুল করিমের একটি ভিডিও খুলে দেয় কুলসুমের বাড়ি ফেরার পথ।
কুলসুমেরা মোট ছয় ভাই-বোন। সবার বড় বোনের বিবি ফাতেমা, দ্বিতীয় বোন নীলুফা বেগম। এরপর ভাই মোহাম্মদ সিরাজ, বোন কুলসুম, ভাই মোহাম্মদ সেলিম এবং সবার ছোট বোন সম্মেহের বেগম।