৪০ হাজার টন ডিজেল নিয়ে শ্রীলঙ্কায় ভারতীয় জাহাজ
সাদাকালো নিউজ
অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জন্য ভারত থেকে ৪০ হাজার টন ডিজেলভর্তি একটি জাহাজ ভারত থেকে শ্রীলঙ্কার বন্দরে পৌঁছেছে। শ্রীলঙ্কার জন্য ভারত ঘোষিত ১০০ কোটি ডলার ঋণসীমার আওতায় এ সহায়তা দেওয়া হয়। এদিকে শ্রীলঙ্কায় পাঠানোর জন্য আরও একটি জাহাজে ৪০ হাজার টন চাল বোঝাই করতে শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
গত মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে মার্চ মাসের শুরুর দিকে নয়াদিল্লি সফর করেন। তখন দেশটিকে আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পরিশোধে অতিরিক্ত ১০০ কোটি ডলার ঋণসহায়তার আশ্বাস দিয়েছিল ভারত। এরই অংশ হিসেবে শনিবার শ্রীলঙ্কার বন্দরে ৪০ হাজার টন ভারতীয় ডিজেল পৌঁছেছে। আজ শনিবার সন্ধ্যা নাগাদ তা শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় বিতরণের কথা রয়েছে।
এদিকে তীব্র অর্থনৈতিক সংকট নিয়ে দেশজুড়ে চলমান জনবিক্ষোভের মধ্যে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।