৩ মিনিটের জন্য ৬ কোটি টাকা নিলেন সামান্থা!
নাফিজা আক্তার
ক’দিন আগে মুক্তি পেয়েছে ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত নায়িকা রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা’। এরপর থেকেই দক্ষিণি অভিনেতা আল্লু অর্জুন ও রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরা। সিনেমাটির এখন পর্যন্ত সামগ্রীক আয় ৩০০ কোটি রুপির কাছাকাছি।
প্রথমবারের মতো ‘পুষ্পা’ সিনেমায় আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। গত ১৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। প্রকাশের পর থেকেই গানটি নেটদুনিয়ায় ঝড় তুলেছে। বর্তমানে সামান্থার সেই গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপরে রয়েছে।
ইউটিউবে সামান্থার আইটেম গানটি এ পর্যন্ত দেখা হয়েছে চার কোটিরও বেশিবার। তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকীব আলম।
এটাই সামান্থার প্রথম আইটেম গান। এর আগে কোনো আইটেম গানে নাচতে দেখা যায়নি অভিনেত্রীকে। এর কারণে পারিশ্রমিকও বেশি নিয়েছেন নায়িকা। এই একটি গানের জন্য তিনি নিয়েছেন ৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ কোটি টাকা। গানটির সময় মাত্র ৩ মিনিট ৪৯ সেকেন্ড। দৈর্ঘ্য ছোট হলেও বড় আয়োজন করে তৈরি করা হয়েছে গানটি। গানটির শুটিং করতে সময় লেগেছে চার থেকে পাঁচদিন।
গানটির বিষয়ে সামান্থা জানান, এর আগে আমি অনেক ভালো চরিত্রে অভিনয় করেছি, খারাপ চরিত্রেও অভিনয় করেছি, হাস্যকর হয়েছি, প্রত্যেকটা কাজ ঠিকঠাক করার জন্য প্রচুর খেটেছি। কিন্তু আবেদনময়ী হতে এর চাইতেও অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে।
‘পুষ্পা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। তাকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। এতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া এটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি গত ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি।