৩ মাস তেলের ওপর ভ্যাট প্রত্যাহার চায় এফবিসিসিআই
সাদাকালো নিউজ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তির্জাতিক বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম। এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী ৩ মাসের জন্য সয়াবিন তেলে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সোমবার (৭ মার্চ) এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় এ দাবি জানান।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, চলমান পরিস্থিতিতে বিশ্ববাজারে ভোজ্যতেলের সরবরাহ ও দাম সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বর্তমানে প্রতি টন তেলের দাম ১৮০০ ডলার ছাড়িয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে সামনে দাম আরও বাড়তে পারে। তাই দেশের বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে অন্তত আগামী তিন মাসের জন্য আরোপিত ভ্যাট স্থগিত রাখা প্রয়োজন।
এছাড়া, আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে অসৎ ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সে জন্য বাজার পর্যবেক্ষণে টিম গঠনের ঘোষণা দিয়েছে এফবিসিসিআই।
তেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে জসিম উদ্দিন বলেন, ভোজ্যতেলে বিক্রিতে সরকার নির্ধারিত মূল্য সবাইকে মানতে হবে। অযৌক্তিকভাবে দাম না বাড়ানোর পাশাপাশি পণ্য মজুদ করা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সদস্য, ভোজ্যতেল পরিশোধন ও সরবরাহকারী কোম্পানি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিব অয়েলসহ সংঠনের অন্যান্য সদস্য, বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিনিধিসহ আরও অনেকে।