৩৮৪৫ দোকান বসানো হবে বঙ্গবাজারে : মেয়র তাপস
সাদাকালো নিউজ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আজ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বঙ্গবাজারে পূর্ণাঙ্গভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১টায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অস্থায়ী দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সবার সহযোগিতায় খুব দ্রুত ধ্বংসস্তূপ ও আবর্জনা সরানোর কাজ শেষ হয়েছে। এখানেই ঈদ পর্যন্ত তিন হাজার ৮৪৫টি দোকান বসানোর ব্যবস্থা করা হয়েছে। এখন রাতে ব্যবসা করার জন্য বিদ্যুৎ ও ছাউনির ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘ঈদের পর সংশ্লিষ্ট সবার সাথে বসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।’
গত ৪ এপ্রিল রাজধানীর অন্যতম বড় পোশাকের মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট কাজ করে। ৭৫ ঘণ্টা পর সে আগুন নেভাতে পারলেও পুড়ে যায় পুরো বঙ্গবাজারের হাজার হাজার দোকান।