৩৬ বছর পর বিশ্বকাপে কানাডা
সাদাকালো নিউজ
কানাডা সর্বশেষ বিশ্বকাপে অংশ নিয়েছেন ১৯৮৬ সালে। এরপর প্রায় দীর্ঘ ৩৬ বছরেরে অপেক্ষা। অবশেষে অবসান হয়েছে কানাডার ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার। কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দেশটি।
রোববার রাতে অনুষ্টিত ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে কানাডা। এই জয়ের পর তারা পৌঁছে গেছে বিশ্বকাপে। ম্যাচশেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগী হয়ে পড়েছেন দলটির কোচ হের্ডম্যান।
নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি এই বিশ্বাসটা ছড়িয়ে দিয়েছি কিন্তু যখন এটা সত্যিই ঘটে গেল, ভাষা হারিয়ে ফেলেছি।’
ফুটবলের দেশ হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কানাডা, এমনটাই জানাচ্ছেন কোচ, ‘আমরা এমন একটা ফুটবলের দেশ, যারা সারাজীবন এটাই চেয়েছে। আমরা এই সম্মানটুকু চেয়েছি। এটা চেয়েছি মানুষ বিশ্বাস করুক কানাডা ফুটবলের দেশ, সেটা প্রমাণও করে দিয়েছি।’
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড মিলিয়ে গত এক বছরে মোট ২০টি ম্যাচ খেলেছে কানাডা। তৃতীয় রাউন্ডে এ গ্রুপের সবচেয়ে বড় দুই দল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কাছে হারেনি কানাডা। কোস্টারিকার বিরুদ্ধে হেরেছে এক ম্যাচে। বাছাইপর্বে এটাই কানাডার একমাত্র হার। এমন দাপুটে পারফরম্যান্সের মাধ্যামে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে পৌছে গেছে কানাডা।