৩৪ বছরে পা রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল
সাদাকালো নিউজ
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দিনে ৩৪ বছরে পা রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল খান। জন্মদিনে দুর্ভাগ্যের শিকার হয়ে রানআউটে কাটা পড়েন ২৩ রানে। তার আগে অবশ্য নিজেকে নিয়ে গেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে উঁচু জায়গায়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি; যা হয়তো নিজের জন্মদিনে নিজেকেই উপহার তার। অবশ্য সতীর্থদের থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন তামিম।
জাতীয় দলে তার বন্ধু মুশফিকুর রহিম ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন তামিম। সতীর্থ হিসেবে আপনার জন্য এমন একটি বছর কামনা করছি- যেখানে আপনি বাংলাদেশের হয়ে ব্যাট হাতে আরও রেকর্ড করতে পারেন। আপনি ইতোমধ্যেই যে রেকর্ডগুলো করেছেন তার জন্য আমি আপনাকে হাততালির মাধ্যমে অভিবাদন জানাই। সেই সঙ্গে প্রত্যাশা করি, আগামীতে দেশের জন্য যেন আরও জয় নিয়ে আসতে পারি।’
বাংলাদেশের টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয় তামিমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন, তামিম ইকবাল ভাই! ক্রিকেটে আপনি আমার অনুপ্রেরণা। আমি আপনার কাছ থেকে শেখার এবং একসঙ্গে খেলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা বোধ করছি। সেই সঙ্গে আপনার সুস্বাস্থ্য কামনা করছি।’