২৬ বার এভারেস্টের চূড়ায়
সাদাকালো নিউজ
হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এক নেপালি শেরপা। তিনি ২৬ বারের মতো পর্বতশৃঙ্গের চূড়ায় উঠেছেন। পৃথিবীর ইতিহাসে এ যাবৎকালে তিনিই একমাত্র মানুষ যিনি সর্বাধিকবার এভারেস্টে উঠলেন।
১৯৯৪ সালে ২৪ বছর বয়সে প্রথম এভারেস্টে ওঠেন কামি রিটা শেরপা। নেপালের সোলুখুম্বু জেলার থামে গ্রামের বাসিন্দা কামি। যুবক বয়স থেকেই এভারেস্টের প্রেমে পড়ে যান কামি! আর তাতে উৎসাহ যোগায় তাঁর শেরপা পেশা।
কিছুদিন আগেও বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উঠে সবচেয়ে বেশি এভারেস্টে ওঠার রেকর্ড গড়েছিলেন। আবারও সেখানে পৌঁছে নিজের রেকর্ডই ভাঙলেন ৫২ বছর বয়সী কামি রিতা। স্থানীয় সময় গতকাল শনিবার এভারেস্টের দক্ষিণ-পূর্ব শৈলশিরা পথ ধরে ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় পৌঁছান কামি রিতা।
এই একই পথ ধরে ১৯৫৩ সালে প্রথমবারের মতো এভারেস্টে মানুষের পদচিহ্ন এঁকেছিলেন নিউজিল্যান্ডের স্যার এডমুন্ড হিলারি ও নেপালি শেরপা তেনজিং নোরগে। ২৬ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করার এই লম্বা সফরে তাঁর সঙ্গী ছিলেন আরও ১০ জন শেরপা।
নেপালি কর্মকর্তারা বলছেন, কামি রিতা নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন। পর্বতে ওঠার প্রচলিত পথটি ব্যবহার করে তিনি চূড়ায় উঠেছেন। পর্বতারোহণে তিনি নতুন একটি বিশ্ব রেকর্ড করেছেন। কামি রিতার স্ত্রী জাংমু দেশটির একটি গণমাধ্যমকে জানান, ‘তিনি তাঁর স্বামীর অর্জনে আনন্দিত।’