২১ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স ফেব্রুয়ারিতে
সাদাকালো নিউজ
চলতি বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। যা বাংলাদেশি টাকার হিসেবে প্রায় ১২ হাজার ৮৬৫ কোটি টাকা। যা আগের মাসের তুলনায় প্রায় ১ হাজার ৭৮৫ কোটি টাকা কম এসেছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, প্রবাসীদের আয় থেকে পাঠানো এই অর্থ গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন।
তথ্যমতে, ২০২০ সালের এপ্রিলে যখন পুরো বিশ্ব করোনায় বিপর্যস্ত, তখনও কিন্তু প্রবাসীদের পাঠানো এই আয়ের পরিমাণ ছিল ১০৯ কোটি ২৯ লাখ ডলার। এদিকে সারা বিশ্বে বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ থাকলেও, আতঙ্ক অনেকটা কেটে গেছে। এরপরও রেমিট্যান্সের পরিমাণ এভাবে কমে যাওয়ায় চিন্তিত ব্যাংকাররা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার পাঠায়, যা বাংলাদেশের সাড়ে ১৪ হাজার কোটি টাকার মতো (প্রতি ডলার ৮৬ টাকা ধরে)। আর ফেব্রয়ারিতে আসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। যা তার আগের (২০২১) বছর ফেব্রুয়ারি মাসের চেয়ে ২০ কোটি ৮৩ লাখ ডলার কম। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৭৮ কোটি ৫৯ লাখ ডলার।